ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণ চোরাচালানে বিমানের তিনকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
স্বর্ণ চোরাচালানে বিমানের তিনকর্মী গ্রেফতার প্রতীকী

ঢাকা: স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নকর্মীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া চার পরিচ্ছন্নকর্মী হলেন- মুরাদ হোসেন (৩৬), রিয়াজ উদ্দিন (৪০) এবং সাইদুর রহমান (৪৮)।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী কমিশনার (এসি) উম্মে নাহিদা আকতার বাংলানিউজকে জানান, বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ-৩৫-৯০০৭) জব্ধ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ জানুয়ারি দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি প্লেনের (ফ্লাইট নম্বর- বিজি ০৪৮) কার্গো হল থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতার হওয়া বিমানের পরিচ্ছন্নকর্মীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন-এসব স্বর্ণ আনতে ওইদিন তারা প্রাইভেট কার নিয়ে বিমানবন্দরে অবস্থান করছিলেন। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে স্বর্ণ না নিয়েই চলে যান তারা।  

ওইদিন (১৪ জানুয়ারি) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর- কিউআর ৬৩২) আরও দুইশ’টি স্বর্ণের বার আসার কথা ছিল বলেও জিজ্ঞাসাবাদে জানান বিমানকর্মীরা।

উম্মে নাহিদা আকতার বলেন, গ্রেফতার হওয়া তিন ব্যক্তিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫/আপডেট : ২৩১৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।