ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
কুমিল্লায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার তালপুকুরপাড়ের পশ্চিমপাড়ে এক চিকিৎসকের বাসা থেকে রেখা আক্তার (১৫) নামে গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় ডা. জুবায়ের নামে ওই চিকিৎসকের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।



নিহত রেখা আক্তারের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাড়িতে বেড়াতে নেওয়ার জন্য শনিবার কুমিল্লায় আসেন রেখার মা। কিন্তু ডা. জোবায়েরের স্ত্রী তাকে মায়ের সঙ্গে যেতে দেননি।

মায়ের সঙ্গে যেতে না পেরে অনেক কান্নাকাটি করে রেখা। এরপর রাতে রেখা আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানানো হয়।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রেখার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

গৃহকর্তা ডা. জোবায়ের দাবি করেন, রেখা নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।