ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বি.বাড়িয়া উপজেলা পরিষদ কার্যালয়ে বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বি.বাড়িয়া উপজেলা পরিষদ কার্যালয়ে বোমা নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা।

শনিবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় অবস্থিত পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।



ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বাংলানিউজকে জানান, সদর উপজেলা পরিষদে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রধান ফটকের সামনের আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।  

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।