ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ককটেল বিস্ফোরণে আহত ২, আটক ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বগুড়ায় ককটেল বিস্ফোরণে আহত ২, আটক ২০ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধে শনিবার (১৭ জানুয়ারি) দিনভর উত্তেজনা আর আতঙ্কের কেটেছে বগুড়াবাসীর। রাত সোয়া ৯টার দিকে জেলা সদরে ট্রাকে আগুন দেওয়াসহ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছেন।

এসব ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ২০ জনকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে উত্তরাঞ্চলের প্রবেশ পথ জেলার শাজাহানপুর উপজেলার বনানীসহ মাটিডালী বিমানমোড় এলাকায় পৃথক দুইটি মিছিল ও সমাবেশ করে বিএনপি।

বনানীর কর্মসূচিটি কিছুটা শান্তিপূর্ণ হলেও বিমানমোড়ে অবরোধকারীদের ককটেল বিস্ফোরণে অশান্ত হয়ে ওঠে পরিবেশ। এর আগে হরতালের সমর্থনে শাজাহানপুর উপজেলা সদরে জামায়াত একটি মিছিল বের করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে বিমানমোড়ে কমপক্ষে ৭ টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থকরা। ককটেলের স্প্লিন্টারে আহত হন পুলিশ কনস্টেবল হাসান ও পথচারী শামীম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি বগুড়া আবুল বাসার।

এরপর দুপুর দেড়টার দিকে সদরের ঝোপগাড়ী এলাকায় গোবিন্দগঞ্জগামী চিনিবাহী ট্রাকে এবং রাত ৯ টার দিকে পাথর বোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।

রাতে জিরো পয়েন্ট সাতমাথা এলাকাসহ বিভিন্ন স্থানে কমপক্ষে ১৫টি ককটেল বিস্ফোরণ করা হয়।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহমেদ খান জানান, এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ২০জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮,  ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।