ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে ৪ মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ট্রেনে কাটা পড়ে ৪ মুসল্লির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে পৃথক ঘটনায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় তিন মুসল্লি ও টঙ্গীর নতুনবাজার এলাকায় আরো এক মুসল্লি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ও ৯টার দিকে তারা ট্রেনের নিচে কাটা পড়েন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ  বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল পারাবাত এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে মুসল্লিরা আখেরি মোনাজাতে যোগ দিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। কুড়িল বিশ্বরোড এলাকা দিয়ে যাওয়ার সময় ছাদ থেকে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।  

তিনি আরো জানান, সকাল নয়টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় একইভাবে অজ্ঞাতপরিচয় আরো এক মুসল্লি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫, আপডেট: ০৮৫৪ ঘণ্টা/আপডেটেড: ১০০৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।