বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে সোহাগ (১৭) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ট্রাকচালক রিপন।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুরের বামরাইল ও শানুহারের মাঝামাঝি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন খাদ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত সোহাগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের মো. সাগরের ছেলে।
বরিশালের পুলিশ সুপার একেএম এহসানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভাইবোন পরিবহনের ট্রাকটি (ফরিদপুর ট-১১০১৮৯) বামরাইল ও শাহনুরের মাঝামাঝি এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে সোহাগের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে।
চালক রিপনের বরাত দিয়ে ট্রাকের মালিক মুরাদ জানান, ট্রাকটি রাতে ফরিদপুর থেকে বরিশাল যাচ্ছিলো। ভোর ৪টার দিকে ওই এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ। এসময় চালক রিপনও অগ্নিদগ্ধ হন।
তিনি আরো জানান, রিপনকে উন্নত চিকিৎসার জন্য সকালে ফরিদপুর নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫, আটডেট: ০৯১৭/০৯৩৯ ঘণ্টা