সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে হাসপাতাল পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি দোকান পুড়ে গেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে ভোরে একটি ভূষিমালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে একটি ফার্মেসি ও তিনটি ভূষিমালের দোকানে। এলাকাবাসী আগুন দেখে সিলেটের মিরপুর ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে পার্শ্ববর্তী বাসাবাড়িতে আগুন ছড়ায়নি। তবে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।
তাৎক্ষণিকভবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময় : ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫