ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরার কোনাপাড়ায় স্টিল মিলের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ডেমরার কোনাপাড়ায় স্টিল মিলের আগুন নিয়ন্ত্রণে ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।



রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫/আপডেটেড : ১০৫৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।