বরিশাল: বরিশালের বেলতলার চর সংলগ্ন কীর্তনখোলা নদে অভিযা চালিয়ে ১৫ মণ জাটকাসহ চারজনকে আটক করেছে মৎস্য বিভাগের সদস্যরা।
রোববার (১৮ জানুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে বেলতলার চর সংলগ্ন নদে অভিযান চালানো হয়। এসময় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে আসা একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকাসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আব্দুর রাজ্জাক, মো. সেলিম, ছাদ্দাম ও নাছির উদ্দিন। তারা মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটের বাসিন্দা।
বিমল চন্দ্র আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকারের উপস্থিতিতে জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫