ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরখাস্তকৃত সিলেটের মেয়র আরিফুলের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বরখাস্তকৃত সিলেটের মেয়র আরিফুলের জামিন নামঞ্জুর আরিফুল হক চৌধুরী

হবিগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব-উল-ইসলামের আদালতে জামিন আবেদন করেন আরিফুল হক চৌধুরীর আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান।



শুনানি শেষে দায়রা জজ জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আরিফুল হক চৌধুরী গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।

এর আগে তিনি ৩০ ডিসেম্বর হবিগেঞ্জর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‍আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।

১ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।