সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকের নিচে চাপা পড়ে বাবু (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যান চালক বাবু শহরের খুলনা রোড মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই এলাকায় পৌঁছে বাবুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫