ঢাকা: মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংগ্রহে এগিয়ে এলো দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ প্রকাশের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রোববার সকালে বসুন্ধরা কর্পোরেট অফিস কনফারেন্স রুমে বসুন্ধরা গ্রুপের প্রকাশনা সংস্থা বসুন্ধরা পাবলিকেসন্সের সঙ্গে মুক্তিযুদ্ধের বই প্রকাশক প্রতিষ্ঠান বিডিএস৭১ এর মধ্যে এ সর্ম্পকিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব এবং বিডিএস৭১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার নিগার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় ’৭১ এর বীরগাঁথা’ শিরোনামে মোট ৬টি গ্রন্থ প্রকাশ করা হবে। এ বছরের মার্চ মাসে প্রথম তিনটি বই বাজারে আবসে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিকেশন্স। পরবর্তী তিনটি বই এ বছরেরই জুন মাসে প্রকাশিত হবে।
বিডিএস৭১ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাভিত্তিক কাজ করে আসছে। ইতিমধ্যে বেশ কটি বই ও তথ্যচিত্র প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপদেষ্টা এ আর রশিদি, উপদেষ্টা মেজর জেনারেল (অব) মাহবুব হায়দার চৌধুরী, সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন(ল্যান্ড), ইমরুল হাসান (হিসাব ও অর্থ) ও বিদ্যুৎ কুমার ভৌমিক(বিক্রয় ও বিপনন), বিডিএস৭১ এর পরামর্শক শাহরিয়ার শহীদ, সিনিয়র সহকারী সম্পাদক তাসমিনা মোস্তফা তিথি, রুবানা শারমিন ও সহকারী সম্পাদক মোহাম্মদ সমীর হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময় ১৪২৭ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০১৫