ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহরিয়ার স্টিল মিলে ক্রেন অপারেটরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শাহরিয়ার স্টিল মিলে ক্রেন অপারেটরের মৃত্যু

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলসে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে এক ক্রেন অপারেটর।

রোববার (১৮ জানুয়ারি)  দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্রেন অপারেটর আবুল হোসেন (৬৫)।



ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বাংলানিউজকে আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের সহকর্মী বকুল আহমেদ জানান, রোববার (১৮ জানুয়ারি) সকালে কোনাপাড়ার গোল্ডেন ব্রিজ সংলগ্ন শাহরিয়ার স্টিল মিলসে ক্রেন দিয়ে নেটেল নামের একটি যন্ত্রাংশ এক স্থানে অন্য স্থানে নেয়ার সময় নেটেলটি ক্রেনের উপরে পড়লে দগ্ধ হন অপারেটর আবুল হোসেন। আহত অবস্থায় তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দেড়টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।