গাইবান্ধা: হরতালসহ টানা অবরোধে গাইবান্ধায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
এছাড়া জেলার পলাশবাড়ী উপজেলায় ১৪ দলের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে জেলার পলাশবাড়ী, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুর এলাকায় গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করে অবরোধকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তারা সটকে পড়ে।
এছাড়া ১৪ দলের জনসভাকে কেন্দ্র করে উপজেলা সদরে আসার ছোট-বড় সড়কের কাশিয়াবাড়ী, মেরীরহাট, আমলাগাছীসহ বিভিন্ন এলাকায় বেরিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তৌহিদুল ইসলাম মণ্ডল।
২০ দল ও ১৪ দলের পাল্টা-পাল্টি কর্মসূচির কারণে পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে সর্বত্র এ খবর ছড়িয়ে বেড়াচ্ছে ২০ দলের নেতাকর্মীরা। ১৪ দলের জনসভা পণ্ড করার লক্ষ্যে তারা এ খবর ছড়িয়ে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, পলাশবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রীর প্রোগ্রাম রয়েছে ১৪৪ ধারা জারির প্রশ্নই ওঠে না।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলায় ১৪ ও ২০ দলের পাল্টা-পাল্টি কর্মসূচি থাকলেও যে কোনো সহিংসতা-নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সকাল ১১টার দিকে শহরের রাজমতি সুপার মাকের্টের সামনে কয়েকজন যুবক দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন ছোটাছুটি করতে থাকে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে আটক করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে আরও দু’টি ককটেল উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া গোবিন্দগঞ্জে অপর এক ঘটনায় উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া পোস্ট অফিসের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও টাকাসহ চিঠিপত্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
পোস্ট মাস্টার আবু জাফর বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় কে বা কারা এই অগ্নিসংযোগ করে। সকালে অফিসে এসে তিনি এই ঘটনা দেখতে পান।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কের বালাছিড়া (নেহাজ মাস্টারের মোড়) নামক এলাকায় একটি ট্রাকে ভাঙচুর চালায় হরতালকারীরা। এসময় আহত হন তিনজন।
স্থানীয়রা জানান, সকালে বালাছিড়া এলাকায় নরসিংদী জেলা থেকে আসা সুন্দরগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১৪-৪৪৮১) গতিরোধ করে ভাঙচুর চালায় অবরোধকারীরা। এসময় ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে চালকসহ তিনজন গুরুত্বর আহত হন।
আহতরা হলেন, চালক ইয়াসিন (৩২), হেলপার মাসুদ মিয়া (২৮) ও শাহজাহান (৩৫)। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫