ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের (খেজুর বাগান এলাকা) রাস্তায় বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের ঘটনায় ইডেন কলেজের দগ্ধ তিন ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তারা ওই তিন ছাত্রীকে দেখতে ঢামেকে আসেন।
এরআগে, রোববার দুপুরে বিকল্প পরিবহনের ওই বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ ঘটনায় আহতরা হলেন- সাথী আক্তার (১৯) ও জুঁথি আক্তার (১৯) ও মাইমুনা আক্তার (১৯)। তাদের মধ্যে সাথী ও জুঁথির পা ঝলসে গেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন মাইমুনা।
তারা সবাই ইডেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনের ১০ নম্বর গেটের কাছে বিকল্প পরিবহনের ওই বাসে (ঢাকা মেট্রো- ঘ- ১১- ২৬৬৬) পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জীবন মিয়া ও বাসের চালক মো. মাসুদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জীবন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। রোববার অবরোধের ১৫তম দিন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫