ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে শিক্ষকের মারপিটে প্রতিবন্ধী ছাত্র আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
গোয়ালন্দে শিক্ষকের মারপিটে প্রতিবন্ধী ছাত্র আহত

গোয়ালন্দ(রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শাওনকে ওই বিদ্যালয়ের শিক্ষক আ. মাজেদ শেখ পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে আহত ছাত্রের বাবা রোববার (১৮ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।



আহত ছাত্রের বাবা মো. আব্দুর রহমান অভিযোগে জানান, তার ছেলে শাওন কিছুটা শারীরিক প্রতিবন্ধী। সে শনিবার বিদ্যালয়ে এসে অ্যাসেমব্লিতে ভুলবশত নবম শ্রেণির সারিতে না দাঁড়িয়ে অষ্টম শ্রেণির সারিতে দাঁড়ায়।

এতে ক্ষিপ্ত হয়ে শরীরচর্চা শিক্ষক মো. আ. মাজেদ শেখ লাথি মেরে শাওনকে ফেলে দেয়। এসময় পড়ে গিয়ে সে ডান পায়ের হাঁটুর নিচে মারাত্মক আঘাত পায়। পরে অনেক কষ্টে সে বাড়ি ফিরে আসে। এরপর তিনি বাড়িতে ফিরে তার ছেলেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এ অবস্থায় তার ছেলে শিক্ষকের ভয়ে আর স্কুলে যেতে চাচ্ছে না বলেও জানান তিনি।
গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ওইদিন আমি ছুটিতে ছিলাম। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। তবে, অভিযোগের বিষয়টি জেনেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে কোনো শিক্ষক অন্যায় কিছু করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।