ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ফেনীতে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা শারমিন

ফেনী: ফেনী শহরের মাস্টার পাড়া পেট্রোবাংলা এলাকায় শারমিন (৮) নামে এক শিশু গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

রোববার সকালে শারমিনের মা রেহানা আক্তার বাদী হয়ে নির্যাতনের অভিযোগে আটক গৃহবধূ প্রিয়া আক্তার প্রিয়া আক্তার (২৫) ও তার স্বামী রানাকে (৩৫) আসামি করে ফেনী মডেল থানায় এ মামলা করেন।



ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই)  মোতালেব হোসেন মামলার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শারমিনের ওপর নির্যাতনের অভিযোগে পুলিশ প্রিয়া আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও গৃহবধূ প্রিয়াকে আটক করে।

গত দুই বছর ধরে প্রিয়ার বাসায় কাজ করা শিশু শারমিনের ওপর বিভিন্ন অজুহাতে নির্মম নির্যাতন চালিয়ে আসছিলেন প্রিয়া আক্তার।  

বর্তমানে শিশু শারমিন পুলিশ হেফাজতে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।