ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ধুনটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি।



এ উপলক্ষে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, আহসান হাবিব, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ভিপি সাইফুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।