ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পরিবহন-পাম্প মালিকদের সঙ্গে বিজিবির বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
পরিবহন-পাম্প মালিকদের সঙ্গে বিজিবির বৈঠক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে নির্বিঘ্নে যানবাহন চলাচল সচল করতে ঠাকুরগাঁওয়ে মোটর পরিবহন মালিক ও তেলের পাম্প মালিকদের সঙ্গে সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
 
রোববার (১৮ জানুয়‍ারি) দুপুরে বিজিবি ক্যান্টিনে আয়োজিত এ বৈঠকে আন্তঃজেলাসহ বিভিন্ন রুটে বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়াসহ যাত্রী সেবা নিশ্চিত করতে নানা সমস্যা তুলে ধরেন জেলা মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পেট্রোল পাম্ম মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।


 
পরে এসব সমস্যা সমাধানে বিজিবির পক্ষ থেকে ৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন।

এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান, মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আলীসহ পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।