দিনাজপুর: দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী মহারাজা স্কুল মোড়ে পেট্রোল বোমা ছুড়ে একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক দশমাইল এলাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিল। পথে উত্তর বালুবাড়ী মহাজারা স্কুল মোড়ে পৌঁছুলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে ট্রাকে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, গাড়িটির বেশিরভাগ পুড়ে গেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫