রংপুর: দেশে চলমান সহিংসতার প্রতিবাদে রংপুর সিটি কর্পোরেশন শান্তি র্যালির আয়োজন করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে র্যালিটি।
চলমান সন্ত্রাস, সহিংসতা, গণপরিবহনে অগ্নিসংযোগ ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত এই শান্তি র্যালিতে রংপুরের সর্বস্তরের শান্তিকামী মানুষকে অংশগ্রহণ করতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু আহ্বান জানিয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে মেয়রের ব্যক্তিগত সহকারী আদর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২১০৫