রংপুর: পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে কবর জিয়ারতের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী পীরগঞ্জের লালদিঘী ফতেপুর গ্রামের ‘জয় সদনে’ পৌঁছান।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতরা স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ড. ইউনুস এমপিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীকে স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান শফি, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার, রংপুর জেলা মহানগর যুবলীগের আহ্বায়ক এবিএম সিরাজুম বাশার, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক অ্যাডভোকেট তাজিমুল ইসলাম শামীম, যুবনেতা আতিউর রহমান মিঠু, এটিএম মাজহারুল আলম মিলন, রাশেদুল ইসলাম মিন্টু, ফিরোজসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫