ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমা ফেরত মুসল্লিদের নিয়ে তুরাগে ট্রলার ডুবি

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ইজতেমা ফেরত মুসল্লিদের নিয়ে তুরাগে ট্রলার ডুবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): ইজতেমা ফেরত দুই থেকে তিন শ’ মুসল্লি নিয়ে তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ইজতেমা ফেরত মুসল্লিদের নিয়ে গাবতলী যাওয়ার পথে টঙ্গী ও আশুলিয়ার সংযোগ স্থল তুরাগ নদীতে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা মুসল্লিরা নদী সাঁতরে পাড়ে উঠলেও ঠাণ্ডা পানি আর বাতাসের কারণে অন্তত ২০ জন বয়স্ক মুসল্লি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রাথমিক চিকিৎসার দিয়ে স্থানীয়রা বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।