নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় বরযাত্রী বাহী মিনিবাস খাদে পড়ে জেসমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোমনাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী বাংলানিউজকে জানান, পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ মালকাডাঙ্গা এলাকার আজমল হোসেনের ছেলে কুকিলের বিয়ের বরযাত্রী নিয়ে একটি মিনিবাস (গাজিপুর জ - ০৪-০২০৯) কনের বাড়ি গোমনাতি যাচ্ছিলো। পথে মাঝাপাড়া নামক স্থানে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই জেসমিন আক্তার নামে এক গৃহবধূ নিহত ও আহত হন অন্তত পাঁচ বরযাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫