ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতাকারীদের ধরতে আপ্রাণ চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
নাশকতাকারীদের ধরতে আপ্রাণ চেষ্টা চলছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

ঢাকা: যারা বাসে অগ্নিসংযোগ করছে, মানুষ মারছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এ সব নাশকতাকারীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, যারা এ ধরনের কাজ করছে তারা মানবতাবিরোধী।

এই পশুদের নত শিকার করতেই হবে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে খেজুর বাগান এলাকায় বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগে ইডেন কলেজের দগ্ধ ছাত্রীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হামলাকারীরা চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। তাদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশে এ ধরনের সহিংসতা কবে বন্ধ হবে, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি তো গণক না। সুতরাং এটা বলা যাচ্ছে না। তবে সহিংসতা বন্ধে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

আহত ওই তিন ছাত্রীকে দেখতে এসে মন্ত্রী তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এরআগে, রোববার দুপুরে বিকল্প পরিবহনের ওই বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ ঘটনায় আহতরা হলেন- সাথী আক্তার (১৯) ও জুঁথি আক্তার (১৯) ও মাইমুনা আক্তার (১৯)। তাদের মধ্যে সাথী ও জুঁথির পা ঝলসে গেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন মাইমুনা। তারা সবাই ইডেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। রোববার দুপুর পৌনে ২টার দিকে সংসদ ভবনের ১০ নম্বর গেটের কাছে বিকল্প পরিবহনের ওই বাসে (ঢাকা মেট্রো- ঘ- ১১- ২৬৬৬)  পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

** শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাচ্ছে বলেই কি তাদের পোড়াতে হবে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।