নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ২২০টি পেয়ারা গাছ কর্তন ও মাদকসেবনের দায়ে দু্ইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন-বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে পিন্টু (২৩) ও মনার ছেলে রতন(২০)।
রোববার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেন জন চাম্বু গং এ সাজা দেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, গাছ কাটার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাতে পিন্টু ও রতনকে আটক করে পুলিশ।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেন জন চাম্বু গং গাছ কর্তন ও মাদকসেবনের দায়ে পিন্টুকে এক বছর ও রতনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫