চান্দিনা (কুমিল্লা): দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি শ্রমিক সোহেলের (২২) গ্রামের বাড়ি চান্দিনায় চলছে শোকের মাতম।
পরিবারের ছোট ছেলের অনাকাঙ্খিত মৃত্যুর খবরে শোকে পাথর বাবা নূরুল ইসলাম।
পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভাধীন ছায়কোট গ্রামের জামিরাপাড়া এলাকা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নিহত সোহেলের বাড়িতে গিয়ে এ হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ছায়কোট জামিরাপাড়া গ্রামের ব্যবসায়ী নূরুল ইসলামের ছেলে সোহেল ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখার সুযোগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে তার মামা ও খালুদের আশ্রয়ে থাকতে শুরু করেন। পরবর্তীতে তিনি ওই দেশের শ্রমিক হিসেবে খালু আবু ইউসুফের দোকানে কাজ করতেন।
দক্ষিণ আফ্রিকান সময় শনিবার রাত সাড়ে ৯টায় ও বাংলাদেশি সময় শনিবার রাত সাড়ে ১২টায় দিকে আফ্রিকান কতিপয় সন্ত্রাসীরা দোকানে এসে চাঁদা দাবি করায় সোহেল চাঁদা না দিলে কৃষ্ণাঙ্গ আফ্রিকান সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
আততায়ীদের গুলিতে সোহেল নিহত হওয়ার খবরটি রোববার ভোর সাড়ে ৪টায় তার বাড়িতে পৌঁছালে জ্ঞান শূন্য হয়ে পড়ে বাবা নূরুল ইসলাম। পরে স্থানীয় চিকিৎসকের সেবায় জ্ঞান ফিরে আসে তার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৫টা) দক্ষিণ-আফ্রিকায় বসবাসরত নিহত সোহেল এর মামা ও খালুদের সঙ্গে সার্বিক যোগাযোগ চলছে বলে জানায় নিহতের চাচা খোকন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এখনও আমি কিছুই জানতে পারিনি। যেহেতু এমন দুর্ঘটনা ঘটেছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী মন্ত্রণালয় অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫