যশোর: যশোর শহরের শংকরপুর এলাকার এক সন্ত্রাসীর বাসায় অভিযান চালিয়ে তিনটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সন্ত্রাসী হবি চৌধুরীর ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র বিকেল সাড়ে ৫টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫