চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় হাট-বাজার ও ঈদগাহকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখার সময় থেমে থেমে সংঘর্ষ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এলাকাবাসী বাংলানিউজকে জানায়, ধাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের চৈতন্যপুর এলাকায় একটি হাট ও ঈদগাহ এবং ৮ নম্বর ওয়ার্ডের দালাল মোড়ে আরো একটি হাট ও ঈদগাহ আছে। রোববার বিকেল ৩টার দিকে দু’দল গ্রামবাসী মোড়টির নামকরণ ও বিভিন্ন বিষয় নিয়ে সালিশে বসে।
সালিশে হঠাৎ দু’দলই উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে ৫টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের আ. লতিফ, আ. মতিন ও মিজানের নেতৃত্বে কয়েকজন এবং ৭ নম্বর ওয়ার্ডের আবু বাক্কার ও ডাবলুর নেতৃত্বে অপর দলের কয়েকজন সালিশ থেকে উঠে গেলে দু’দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, উভয়পক্ষের লোকজন অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করে ও ৭ নম্বর ওয়ার্ডের ৩টি বাড়ি এবং ৮ নম্বর ওয়ার্ডের ২টি বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) চৌধুরি জোবায়ের হোসেন বাংলানিউজের কাছে ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫