বরিশাল: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের বাকেরগঞ্জের সাহেবপুর গ্রামের কৃষক হরিচাদ বেপারীকে পিটিয়ে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাকেরগঞ্জের সাহেবপুর গ্রামের মৃত মহেন্দ্র বিশ্বসের ছেলে মিন্টু চন্দ্র বিশ্বাস ও মৃত সুরেন বিশ্বাসের ছেলে সঞ্জিব বিশ্বাস।
আদালত সূত্রে জানা যায়, বাকেরগঞ্জের সাহেবপুর গ্রামের মৃত মনিন্দ্রচন্দ্র বেপারীর ছেলে হরিচাদ বেপারীর সঙ্গে ওই এলাকার মিন্টু চন্দ্র বিশ্বাস ও সঞ্জিব বিশ্বাসের জমি সংক্রান্ত বিরোধ ছিল।
এর জের ধরে আসামিরা ২০০৮ সালের ১৭ জুন রাতে হরিচাদ বেপারীর মাছ ধরার ৮টি চাই ভেঙে তুলাতলী নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিচাদ বেপারীর সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হরিচাদ বেপারীকে কুপিয়ে জখম করে।
মামলার সাক্ষীরা তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১৯ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ৩টার দিকে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই নিত্যরঞ্জন বেপারী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. সালাম একই বছরের ২৯ আগস্ট মিন্টু চন্দ্র বিশ্বাস, ও সঞ্জিব বিশ্বাস সুরেন বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
আদালতের বিচারক তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ২০১০ সালের ১১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাকেরগঞ্জের সাহেবপুর গ্রামের মিন্টু চন্দ্র বিশ্বাস ও সঞ্জিব বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেন।
আসামিদের মধ্যে মিন্টু চন্দ্র বিশ্বাস পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এছাড়া, আসামি সুরেন বিশ্বাস মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫