রাজশাহী: রাজশাহীর সদর হাসপাতালের মোড়ে পুলিশকে লক্ষ্য করে পরপর ৩টি ককটেল নিক্ষেপ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদলকর্মীরা হঠাৎ করেই সদর হাসপাতাল মোড়ে এসে ইট ভাঙতে শুরু করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে, তারা পুলিশকে লক্ষ্য করে পরপর ৩টি ককটেল নিক্ষেপ করে এবং বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, ককটেল ৩টি বিস্ফোরিত হলেও পুলিশের কোনো সদস্য এতে আহত হননি। এসময় পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
এদিকে, রাজশাহী জেলা ছাত্রদল সভাপতি শফিকুল আলম দাবি করেছেন, জেলা ছাত্রদল এই ঘটনা ঘটায়নি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫