ঢাকা: ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক কামরুন নাহারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার সাজন টাওয়ারে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানিতে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, আইনজীবী, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছাড়াও পরিবারের সব সদস্যরা।
এছাড়া, মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫