লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কিশোরীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বি এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের মাঠেরপাড় এলাকার ধনেশ্বর চন্দ্রের ছেলে মধাব চন্দ্র (৩০) ও মৃত খিরদ চন্দ্রের ছেলে দিলিপ চন্দ্র (৩৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান বাংলানিউজকে জানান, বখাটেরা ওই এলাকার এক কিশোরীকে প্রায়ই রাস্তায় উত্ত্যক্ত করত। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশে দুই বখাটেকে শাস্তি দেওয়া হয়। তবু তারা ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল।
রোববার কিশোরীকে উত্ত্যক্ত করার সময় এলাকার লোকজন বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫