ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শেরপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৫ শুরু হয়েছে।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



রোববার(১৮জানুয়ারি) বিকেল ৫টায় এ উপলক্ষে মেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সরোয়ার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এমপি হাবিবর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম সেফা, শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।