ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে তিন লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
না’গঞ্জে তিন লাশ উদ্ধার ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদী থেকে দুই শ্রমিক ও উপজেলার সোনাখালী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় অপর একজনের লাশ উদ্ধার করা হয়।



রোববার (১৮ জানুয়ারি) এ লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। এরআগে শনিবার সকালে সোনাখালী থেকে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছিল।

রোববার উদ্ধার করা ৩টি লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় মহাড়কের পাশে রোববার দুপুরে অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

অন্যদিকে, উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে গত ১৪ জানুয়ারি মাটিভর্তি ট্রলার ডুবির ঘটনার চারদিন পর শফিকুল ও ইমান আলী নামে দুই নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদিন সকালে চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে পৃথক স্থানে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত শ্রমিক শফিকুল আড়াইহাজারের চৈতনকান্দা গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে ও ইমান আলী একই উপজেলা দয়াকান্দি গ্রামের হযরত আলীর ছেলে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, মহাসড়কের দড়িকান্দি নামকস্থান থেকে লাশ উদ্ধারের ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।