ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সবজিবাহী ট্রাক উল্টে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
নরসিংদীতে সবজিবাহী ট্রাক উল্টে নিহত ৩

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার চৈতাবো এলাকায় সবজিবাহী ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এরা হলেন- সাত্তার (৫০), ইয়াসিন (৫৫) ও মরল মিয়া (৩৭)।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিটিটে দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিবপুর থেকে সবজি নিয়ে একটি ট্রাক (যশোর-ট-৫২০৪৪৭) ঢাকার দিকে যাচ্ছিল। পথে চৈতাবো এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩জন নিহত ও আহত হয় আরও ৪জন।  
 
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা,  জানুয়ারি ১৮, ২০১৫/আপডেটেড ২১২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।