নরসিংদী: নরসিংদী সদর উপজেলার চৈতাবো এলাকায় সবজিবাহী ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এরা হলেন- সাত্তার (৫০), ইয়াসিন (৫৫) ও মরল মিয়া (৩৭)।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিটিটে দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিবপুর থেকে সবজি নিয়ে একটি ট্রাক (যশোর-ট-৫২০৪৪৭) ঢাকার দিকে যাচ্ছিল। পথে চৈতাবো এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩জন নিহত ও আহত হয় আরও ৪জন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫/আপডেটেড ২১২২