বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ স্থানীয় একাধিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছোটন মিয়া (২৫)। তিনি উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা খালপাড়া গ্রামের রহিম বাদশার ছেলে। আহতদের মধ্যে মানিক (২২), সাগর (১৫) ও কুতু মিয়ার নাম জানা গেছে।
স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী একটি ভটভটি সন্ধ্যার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক ধরে চাচাইতারা এলাকার দিকে আসছিলো। পথে শাজাহানপুর উপজেলাধীন নয়মাইল জামালপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৯৫১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
শজিমেক মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে মানিক, সাগর ও কুতু মিয়াসহ তিনজনকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে মানিকের অবস্থা আশঙ্কাজনক।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো আটক করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫