ঢাকা: গাজীপুর জেলার প্রত্যন্ত গ্রামে শীতকালীন প্রশিক্ষণে গিয়ে গবাদিপশু-পাখির প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাণিসম্পদ পরিচর্যার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের একটি দল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুরের চেয়ারম্যানবাড়ি হাট এলাকায় এ সেবা দেয়।
এ সময় বিনামূল্যে হাঁস-মুরগীর টিকা, গবাদিপশুকে কৃমিনাশক প্রদানসহ, ঘাসচাষ, খামার ব্যবস্থাপনা, গরু মোটাতাজাকরণ এবং গবাদিপশুর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ক পরামর্শ দেয় সেনাবাহিনীর সদস্যরা।
সাভার সেনানিবাসের আরভিঅ্যান্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্মের যৌথ উদ্যোগে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন আরভিঅ্যান্ডএফ ডিপোর অধিনায়ক কর্নেল নাজির আহমদ।
শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে প্রশিক্ষণ এলাকায় জনসাধারণের মাঝে এই সেবামূলক কর্মসূচি পর্যবেক্ষণ করেন সেনাবাহিনীর সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার ও নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিশেষ এই চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন লে. কর্নেল হারুন আল রশিদ, লে. কর্নেল মো. তুহিন হাসান পিএসসি, মেজর মো. মোশফেকুজ্জামান খান, মেজর এ কে এম মনজুর এলাহী, মেজর রেজাউল করিম, মেজর আসাদুজ্জামান চৌধুরী এবং স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন আহমেদ সুজন।
চিকিৎসা ক্যাম্পে ২৮৪০টি গরু, ৫৫টি মহিষ, ১৯০০টি ছাগল, ৪০টি ভেড়া, ৮০০০টি হাঁস-মুরগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় দুস্থদের মাঝে ২০০টি হাঁস-মুরগী বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ছাড়াও অপসোনিন, এসিআই, এসকেএফ ওষুধ কোম্পানিগুলো গবাদিপশুর সেবাদানে সহায়তা করে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৫