ফেনী: ফেনীর ফুলগাজীতে বিয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরো ৫ সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালিহাট বাজারের এলাকায় বরযাত্রীবাহী একটি বাস থামায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাস থেকে বরযাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেয় ও ৫ অটোরিকশা ভাঙচুর করে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাসে আগুন দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫