তালা(সাতক্ষীরা): ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষা মেলা, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক প্রমুখ।
এসময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫