ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাঘ-হরিণের চামড়াসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
রাজধানীতে বাঘ-হরিণের চামড়াসহ আটক ৫ ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে বাঘ ও হরিণের চামড়াসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ী ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

 

রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলাবাগান এলাকায় অভিযান চলছিলো।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীতে অভিযান চালানো হয়। কলাবাগানের অভিযান অব্যহত রয়েছে।

তিনি আরো জানান, অভিযানে এখন পর্যন্ত (রাত সাড়ে ১০টা) ১টি বাঘের চামড়া, ৫টি হরিণের চামড়াসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।