ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গ্রীন লাইনের দু’টি বাস ও কাউন্টারে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সিলেটে গ্রীন লাইনের দু’টি বাস ও কাউন্টারে ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে গ্রীন লাইন পরিবহনের দু’টি বাস ও কাউন্টার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  
 
রোববার (১৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গ্রীন লাইন কাউন্টারে পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় কাউন্টারের সামনে দাঁড় করানো দু’টি বাসে ভাঙচুর করে পালিয়ে যায় তারা। তবে, নিক্ষিপ্ত পেট্রল বোমার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।  
 
ঘটনার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  
 
ভাঙচুর হওয়া গ্রীন লাইন কাউন্টারের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, একটি মোটরসাইকেলে তিন জন যুবক এসে কাউন্টার লক্ষ্য করে পেট্রল বোমা ও ককটেল  নিক্ষেপ করে। পাশাপাশি কাউন্টারের সামনে দাঁড়ানো দু’টি বাসেও ভাঙচুর করে তারা।  
 
দক্ষিণ সুরমা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাৎক্ষনিক পালিয়ে যায়। তবে পেট্রল বোমায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।  
 
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।