ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নড়াইলের পৌর কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নড়াইলের পৌর কাউন্সিলর ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম ইমরুল কায়েস (৩০)।

তিনি নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জামায়াত নেতা।

রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাতে মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজারে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ইমরুল নিহত হন। নিহত ইমরুলের খালাতো বোনের স্বামী জাহিদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে লাশ শনাক্ত করেন।

জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, এক কন্যা সন্তানের জনক ইমরুল রাজধানীর দক্ষিণ মৈসুন্দি এলাকার একটি মেসে থাকতেন। তিনি এ বছর এলএলবি পরীক্ষা দিয়েছেন। তার গ্রামের বাড়ি নড়াইলের ডুমুরতলার দুর্গাতলা গ্রামে। ইমরুলের বাবার নাম আনোয়ার হোসেন।

তিনি আরও জানান, ইমরুল নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম বাংলানিউজকে বলেন, নিহত ইমরুলের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের তত্ত্বাবধানে এ সুরতহাল করা হয়। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।
সোমবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ইমরুল।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেট : ১৭২৮  ঘণ্টা/আপডেট : ১৮২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।