ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে কলেজ ছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজবাড়ীতে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে কলেজ ছাত্র আটক ছবি: প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ী শহরের বড়পুল এলাকার স্টাফ কোয়ার্টারে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে জামিল (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।  

 

রোববার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

আটক জামিল শহরের কাজীকান্দা এলাকার কাজী আফজাল উদ্দিনের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।  

 

রাজবাড়ী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল আলম জানান, রাতে টহলরত অবস্থায় স্টাফ কোয়ার্টারে পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় জামিলকে আটক করে পুলিশ। এ সময় জামিলের আরেক সহযোগী পালিয়ে যায়। জামিলের কাছ থেকে একটি কোমল পানীয়’র বোতল ও দিয়াশলাই জব্দ করা হয়েছে।  

 

রাজবাড়ী বাস মালিক গ্রুপের অর্থ সম্পাদক সরকার পরিবহনের মালিক কুঞ্জণ কান্তি সরকার জানান, তাদের পরিবহনের বাসগুলো রাতে বড়পুল স্টাফ কোয়ার্টার মাঠে রাখা হয়। রোববার রাতে সেখানে পাঁচটি বাস রাখা ছিলো।  

 

আটক জামিল জানায়, তার সঙ্গে শহরের কাজীকান্দা এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২০) ছিলেন। পুলিশের ধাওয়া খেয়ে আলমগীর পালিয়ে যায়।  

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

 

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।