কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে একটি বাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিন্নাটী ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে এ সব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল অনন্যা সুপার পরিবহনের একটি বাস। পথে দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বাসটির গতিরোধ করে ঢিল ছুড়ে ভাঙচুর চালায়।
এর কিছুক্ষণ পরে সদরের জেলখানা মোড়ে প্রাণ গ্রুপের একটি কাভার্ড ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের চালক আহত হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এসব বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ দু’টি ঘটনায় মামলা দায়ের করা হবে।
এদিকে, কুলিয়ারচর উপজেলায় চরসতী বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসের টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির একটি টায়ার পাংচার হলে দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টাকালে এ ঘটনা ঘটে।
এ সময় পাঁচজন আহত হয়েছেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫