বরিশাল: বরিশালের উজিরপুরে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপে হেলপার সোহাগের (১৮) মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) উজিরপুর থানার উপ-পরিদর্শক সহিদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনায় বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম শাহীন, বামরাইল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম রাড়ী ও সানুহার এলাকার বিএনপি নেতা সেলিম মৃধা।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫