ভোলা: ভোলার ইলিশা বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রোববার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এসব জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট (বিএন) খালিদ জানান, হাতিয়া-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এম ভি ফারহান-৩ অবৈধ জাটকা নিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনার ইলিশা এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই লঞ্চে তল্লাশি চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করা হয়। তবে, এর সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
জব্দ করা মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিম খানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫