বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে রুবেল আহমেদ (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রুবেল আহমেদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা চরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নন্দীগ্রাম শহরের পশ্চিমপাড়া মহল্লার বাসস্ট্যান্ডে হাফিজ উদ্দিনের হোটেল রয়েছে। অন্যান্য দিনের মতো রোববার সন্ধ্যায় হাফিজ তার স্ত্রী ও শিশু মেয়েকে নিয়ে হোটেলে আসেন।
রাত সাড়ে ৮টার দিকে রুবেল আহমেদ হাফিজের শিশু মেয়েকে ফুসলিয়ে হোটেলের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়।
হোটেল মালিক হাফিজ উদ্দিন জানান, রুবেল পেশায় একজন ফেরিওয়ালা। জায়গার অভাবে খোলা আকাশের নিচে ঘুমাতেন। রাতের বেলায় প্রচণ্ড শীতে কাঁপতে দেখে তার হোটেলের পার্শ্বে কর্মচারীদের সঙ্গে রুবেলের থাকার সুযোগ করে দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধর্ষণ চেষ্টাকারী রুবেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫