মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমাবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ট্রাকের চালক এবং সহযোগী নিরাপদে ট্রাক থেকে নেমে আসতে সক্ষম হন।
মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শাহাদৎ হোসেন বাংলানিউজকে জানান, ঢাকায় মাছ বিক্রি শেষে খালি একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটি মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা এতে আগুন দেয়।
আগুনে ট্রাকের সামনের অংশ ও টায়ার পুড়ে যায়। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিক ভাবে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫