ঢাকা: একদিকে জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি কার্ড) নাগরিক সেবা পেতে বাধ্যতামূলক না করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে এনআইডি কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি অব্যাহত রেখেছে ইসি।
ইসি সচিব সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, এখনও এনআইডি কার্ড সেবা পাওয়ার জন্য প্রদর্শন বাধ্যতামূলক করা হয়নি। দেশের সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র সরবরাহ না হওয়া পর্যন্ত এটাকে বাধ্যতামূলক না করতে একটি পরিপত্রও জারি করা হয়েছে। তবে এখনও কার্ড সরবরাহের কাজ চলছে। কবে নাগাদ সব নাগরিককে কার্ড দেওয়া যাবে তা বলা যাচ্ছে না। এছাড়া ১৮ বছরের নীচের নাগরিকদেরও কার্ড দেওয়ার কাজ চলছে। তাদের জন্যও তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে। তাই এজন্য সময় লাগবে।
ইসি কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সংস্থা ইসির কাছ থেকে সেকেন্ডারি হিসেবে তথ্য যাচাইয়ের জন্য এনআইডি তথ্যভাণ্ডার ব্যবহারের চুক্তি করে। কিন্তু পরবর্তীতে নাগরিকদের কাছে তা বাধ্যতামূলক করে। তবে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সংস্থাগুলো ছাড় দিতে পারে। এক্ষেত্রে ইসিকেও আরও কঠোর হওয়া উচিত।
এ বিষয়ে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ বলেন, ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, পাসপোর্ট অফিস ও বাংলাদেশ ব্যাংক তথ্যভাণ্ডারের তথ্য নেওয়ার জন্য চুক্তি করেছে। বর্তমানে বিভিন্ন ইন্টেলিজেন্স, ধর্ম মন্ত্রণালয়, বিটিসিএল, মোবাইল কোম্পানিসহ সবার সাথে এই তথ্যভাণ্ডারের তথ্য শেয়ায়ের জন্য চুক্তির আলোচনা চলছে।
এদিকে সরকারি প্রতিষ্ঠানগুলো সেবা গ্রহীতার কাছ থেকে আইডি কার্ড নেওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো একে বাধ্যতামূলক করছে। বিশেষ করে বিভিন্ন ব্যাংক একাউন্ট খোলা, শেয়ার মার্কেটে বিও একাউন্ট খোলা, মোবাইল সিম কেনাসহ বিভিন্ন কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নাগরিকদের কাছে আইডির ব্যবহার বাধ্যতামূলক করেছে।
এ বিষয়ে দেলোয়ার হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিবেদকে বলেন, ডাচ বাংলা ব্যাংক এলিফ্যান্ট রোড শাখায় ব্যাংক একাউন্ট খুলতে গিয়েছিলাম। কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়া আমার এ্যাকাউন্ট খোলেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে আমাকে অ্যাকাউন্ট খুলতে হয়েছে। অথচ জন্ম সনদ দিয়েও ব্যাংকে নাগরিক সেবা পাওয়া যাবে বলে সরকারের প্রচারণা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫